Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কমিউনিটি ক্লিনিক

 টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলাধীন দেউলী  ইউনিয়নের আগদেউলী ,আলালপুর  গ্রামে অবস্থিত  কমিউনিটি ক্লিনিক। এই ক্নিনিকটি জনসাধারনের স্বাস্থ্য সেবায় সর্বদা নিয়োজিত । অত্র অঞ্চলের সর্বস্তরের জনসাধারন এখানে বিনামূলে প্রাথমিক স্বাস্থ্য সেবা পেয়ে থাকেন। সেবা নিন সুস্থ থাকুন।

কি সেবা কিভাবে পাবেন

০১) সেবার নাম: প্রাথমিক স্বাস্থ্য সেবা।

কিভাবে পাবেন: ক্লিনিকে আগত যে কোন রোগী প্রথমে তার নাম রেজিষ্টার করবেন। অত:পর ক্লিনিকে কর্মরত সিএইচসিপির নিকট তার সমস্যা সম্পর্কে বিস্তারিত বলবেন। সিএইচসিপি সংশ্লিষ্ট রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দিবেন। যদি রোগ জটীল হয়ে থাকে তাহলে সিএইচসিপি তাৎক্ষনিক ভাবে উক্ত রোগীকে অপেক্ষাকৃত উচ্চতর চিকিৎসা সেবা কেন্দ্রে রেফার করবেন।

 

০২) সেবার নাম: সম্প্রসারিত টিকাদান কর্মসূচী।

কিভাবে সেবা পাবেন: প্রতি মাসের তৃতীয় রবিবার অত্র ক্লিনিকে সবজাতক শিশুদের টিকা দেয়া হয়। এছাড়াও গর্ভবতী মা এবং কিশোরীদের টি,টি,টিকা দেয়া হয়। গর্ভবতী মায়ের নিয়োমিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং যথাযথ ঔষধ সরবরাহ করা হয়।

 

০৩) সেবার নাম: পরিবার পরিকল্পনা সেবা।

কিভাবে পাবেন: জনসংখ্যা নিয়ন্ত্রনের লক্ষে সিএইচসিপি, এইচএ এবং এফডব্লিউএ সকলকে উদ্ধুদ্ধ করেন। এ লক্ষে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রন বড়ি, কনডম ও ইনজেকশন প্রদান করা হয়। এছাড়াও দীর্ঘস্থায়ী জন্মনিয়ন্ত্রনের ব্যাবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলকে উদ্বুদ্ধ করা হয় এবং আগ্রহীদেরকে উচ্চতর সেবা কেন্দ্রে নেয়ার ব্যাবস্থা করা হয়।